গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২০ জন।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 18 November 2018

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২০ জন।একুশে মিডিয়া




একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ রোববার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের ডোমেরহাট গাবেরতল এলাকায় এবং সাদুল্লাপুরের ধাপেরহাটে এই দূর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ থানার পুলিশ ও  ফায়ার সার্ভিসের কর্মীরা অাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এস এম আব্দুস সোবহান একুশে মিডিয়াকে বলেন, সুন্দরগঞ্জ বাইপাস মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জান্নাত  পরিবহনের  ( ঢাকা মেট্রো - ব -১৪ -৭৭১৮) বাসটি ডোমেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এতে আহত হন ১৫ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সবাই আশংকামুক্ত রয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি মুহঃ আরশেদুল হক বলেন,ধাপেরহাটে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages