একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
রাহুল বড়ুয়া
তোমার হাতে এনে দিবো জোৎস্না রাতের তারা,
সত্যি বলছি বাঁচবো না আমি তোমায় ছাড়া।
তোমার উঠােনে এনে দিবো নীলপদ্ম,
জানি; তুমি হবে মুগ্ধ।
তোমায় নিয়ে ঘুরতে যাব সাত অমরাবতী,
যদি তুমি হও সাথী।
তোমার হাতে তুলে দিবো সাত রাজার ধন,
সাঁজিয়ে রাখবো রাণীর মতন।
তোমায় নিয়ে সাঁজাবো জীবন,
গড়বো নতুন বাড়ি।
কিনে দিবো আরাম-আয়েশ গাড়ি,
এইবার বলো আমার সাথে দেবে কিনা পাড়ি।
তোমার মাথার খোপায় বেঁধে দিবো,
নানান রঙের ফুল,
তবে আমায় ভুল বুঝো না প্রিয়,
যদি হয় কিছু ভুল।
হাতে দিবো আংটি আর বালা,
গলায় দিবো ফুলের মালা।
কানে দিবো সোনার দুল,
ভেঙ্গে যাবে তোমার পুরানো ভুল।
বাড়ির সবাই গ্রহণ করবে মোদের সাদরে, মায়ের কাছে তুমিই হবে সবচেয়ে আদরে।
বাড়িতে আমায় জানে তাঁরা, বাঁচবো না যে তোমায় ছাড়া,
তুমি বিনে এই জীবন দিশেহারা।
No comments:
Post a Comment