বাঁশখালীতে সাড়াশি অভিযানে ৫১ পলাতক আসমি গ্রেপ্তার, দুটি এলজি উদ্ধার।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 30 November 2018

বাঁশখালীতে সাড়াশি অভিযানে ৫১ পলাতক আসমি গ্রেপ্তার, দুটি এলজি উদ্ধার।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের সাড়াশি অভিযানে থানাধীন বিভিন্ন এলাকা হতে দাগি, চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় অভিযানে দুটি দেশীয় এলজিসহ পুইছড়ি এলাকার আবুল কালামের পুত্র জসীম উদ্দিনকে (৩৫) আটক করা হয় ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া অভিযান আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে।
সাড়াশি অভিযানে নেতৃত্ব দেন সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো:মুফিজ উদ্দিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার মফিজুর রহমান পলাশ, থানা অফিসার ইনচার্জ ওসি মো. কামাল হোসেনসহ ৫০ জনের উপর পুলিশ পরিদর্শক এবং ২ শতাধিক পুলিশ সদস্যের টিম।
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় চিহ্নিত দাগি অপরাধীদের ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ধরতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাশঁখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বলেন, থানাধীন বিভিন্ন এলাকার দাগি ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে সাড়াশি অভিযান চলছে । এ অভিযানের প্রথম দিনে অস্ত্র, গুলিসহ ৫১ জনকে আটক করা হয়েছে। তাছাড়া নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষে অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages