![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: সাংবাদিক-সাজেদুল ইসলাম টিটু।
লক্ষ কোটি অন্ধ ভক্ত
বোঝেনা মার-প্যাচ,
আমরা তোমার দেখতে
চাই উত্তেজনা পূর্ন ম্যাচ।
স্বমহিমায় থাকো তুমি
ক্রিকেট খেলার মাঠে,
তুমি তোমাকে নিয়ে
যাচ্ছ নির্বাচনের হাটে।
ক্রিকেট থেকে চলে গেলে
অনেকেই পাবে ব্যথা,
সত্যই বলছি এটি আমার
দুঃখ ভরা মনের কথা।
রাজনীতি আর নির্বাচন
একে অপরের ভাই,
তুমি থাকবে এসবের
বাইরে এই আমরা চাই।
জনপ্রিয়তার তুঙ্গে তুমি
অনেক উঁচু তোমার স্থান,
রাজনীতির নোংরামিতে
তুমি হয়ে যাবে পেরেশান।
চেয়ে দেখো আজ তোমার
জন্য ফেসবুকে হাহাকার,
আমরা জানি তুমি সবার,
নয় কখনো কারো একার।
কেনো তুমি এমন সিদ্ধান্তে
ভাঙ্গলে দর্শকের অন্তর,
ভাঙ্গা হৃদয় নিয়ে আমরা
ব্যথায় কাতরাচ্ছি নিরন্তর।
সাকিব হাসানের সিদ্ধান্তে
সবাই হয়েছে অনেক খুশি,
তুমি কেনো সবার সঙ্গে
করছ এমন ছেলেমানুসি।
ক্রিকেট মাঠে দেখেছি
আমরা তোমার উদারতা,
এখন কেনো প্রকাশ করছ
নিজের সুপ্ত সংকীর্নতা।
ফিরে এসো ম্যাশ, আমরা
হবো বেশ, চিত্ত হবে প্রফুল্ল,
ভক্তকুল প্রাণ ফিরে পাবে
মন হবে অনেক উৎফুল্ল।
শুভ বুদ্ধির উদয় হোক
এই আমাদের চাওয়া,
মাশরাফি বিন মর্তুজাকে
যাবে কি ফিরে পাওয়া ?




No comments:
Post a Comment