![]() |
একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে নৌকার প্রচারনা কেন্দ্রে আগুন দেওয়ার অভিযোগে ১১নং আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক কে আটক করেছে ডিবি পুলিশ। ২২ ডিসেম্বর বিকেলে হালুয়াঘাট নিজ কার্যালয় থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, বিকাল সাড়ে ৫ টার দিকে আমতৈল ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে চেয়ারম্যান শফিকুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে নৌকার প্রচারনা কেন্দ্রে আগুন দেয়াসহ নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান।
চেয়ারম্যান শফিকুর রহমান ধানের শীষের প্রতীক নিয়ে আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। এর আগেও তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment