![]() |
এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা-১১ আসন (চৌদ্দগ্রাম) মহাজোটের নির্বাচিত প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এর পক্ষে নৌকা প্রতীক এর প্রচোরণায় অংশ নিতে মধ্য প্রাচ্যের দেশ কাতার থেকে দেশে ফিরছেন ১৯৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলন এর ছাত্রনেতা আলী মেহেদী খোকন।
![]() |
পারিবারিক সূত্রে জানা গেল তিনি ২২ই ডিসেম্বর দেশে এসেছেন।জানা যায় আলী মেহেদী খোকন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের বাসিন্দা, তিনি ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা, একসময় কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজের হোস্টেল শাখায় (মুজিব গ্রুপের) ইনচার্জ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি(আফতাব/মিরু পরিষদ) ও উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ছাত্রনেতা থাকা অবস্থায় তিনি প্রবাসে পাড়ী জমায়,বর্তমানে সপরিবারে প্রবাসে থাকা সাবেক এই ছাত্রনেতা ছুটিতে এসেই আড্ডা জমায় প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত বিভিন্ন নেতৃবৃন্দের সাথে।আমাদের প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান প্রবাসে কর্মরত থাকলেও প্রিয় সংগঠন এর প্রতি কখনোই আমার আন্তরিকতা কমে নাই, আত্নার সাথে মিশে থাকা সংগঠন এর কথা ভুলবো কি করে? হটাত আসার কারন সম্পর্কে তিনি জানান আমি প্রবাসে থাকলেও সকল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ সচল, আমাদের চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত মাটি ও মানুষের নেতা আমার রাজনৈতিক জীবনের আদর্শ রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ভাইয়ের সাথে সার্বক্ষনিক যোগাযোগ আমার রয়েছে, উনার ডাকে সাড়া দিতেই মূলত আমার এখন দেশে আসা, ইনশাআল্লাহ ৩০ ই ডিসেম্বর পর্যন্ত যতটুকু সময় পাই সবটুকু ই উজার করে দিবো প্রিয় নেতার নৌকা প্রতীক এর পক্ষে, আমার নিজ ইউনিয়নের স্থানীয় আওয়ামী সহযোগী সংগঠন এর সাথে ঐক্যবদ্ধ প্রচার প্রচারনায় থাকবো মাঠে।একাদশতম জাতীয় সংসদ নির্বাচন এর পর তিনি আবার পূনরায় কর্মস্থলে ফিরে যাবেন বলে জানান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment