![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন, সোনারায়, ছাপড়হাটী ৩ ইউনিয়নে ৩ ইয়াবা ব্যবসায়ী ও নাশকতা পরিকল্পনাকারী ৬ জনসহ ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও র্যাব।
থানা সূত্রে জানাযায়, র্যাব ১৩ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর বুধবার দিবাগত রাত্রে ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ৩ ইয়াবা ব্যবসায়ীকে ৪১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা হলেন, রুহুল আমিনের ছেলে রুবেল,নুরুল হকের ছেলে লিটন মিয়া,আকবর আলীর ছেলে মাসুদ মিয়া। ঐ রাত্রে থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবাহানের নেতৃত্বে স্টাফ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬ নাশকতা পরিকল্পনাকারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ বেকাটারী গ্রামের জমির উদ্দীন মন্ডলের ছেলে আবুবক্কর সিদ্দিক,নিজপাড়া গ্রামের আব্দুর রশিদ খন্দকারের ছেলে মোন্নাফ খন্দকার,পরাণ গ্রামের ছবিয়াল হোসেনের ছেলে জুয়েল,সোনারায় ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের উজির মামুনের ছেলে রফিকুল ইসলাম,রামজীবন ইউনিয়নের সমস গ্রামের আলহাজ্ব আজিজুল হকের ছেলে আনিসুর রহমান। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইন ও নাশকতা পরিকল্পনাকারী বিষ্ফোরক দ্রব্য আইনের পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং ৩০/১৮ তাং ১৯/১২/২০১৮ ও ২২/১৮। গ্রেফতারকৃতদেরকে গাইবান্ধা কোর্ট হাজত
পাঠানো হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ জানান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment