![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মা-বোনদের সাথে নিয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিবেন।
এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যেতে হবে। স্বাধীনতার শত্রুরা ক্ষমতায় গেলে উন্নয়নের ধারা পিছিয়ে যাবে। বিগত দিনে কোন সরকারের সময় ছনুয়ায় এইরকম উন্নয়ন হয়নি।
এই ছনুয়ায় বেঁড়িবাঁধ, রাস্তাঘাট, স্কুল-মাদ্্রাসা সবকিছু হয়েছে। তবুও অনেক কিছু বাকি আছে। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আপনারা দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন। নারী শিক্ষার অগ্রণী ভূমিকা রেখেছে এই সরকার। দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নের সফলতার জন্য আজ এই কর্মী সমাবেশে দক্ষিণ জেলা বিএনপি নেতা মোকারেমুল কাদের চৌধুরী মঞ্চে উপস্থিত হয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতার কথা শুনেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় ছনুয়া ইউনিয়নের ছনুয়া হাইস্কুল মাঠে আওয়ামীলীগের নির্বাচনী কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জিল্লুল করিম শরিফী। যুবলীগ নেতা আলমগীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন রবি, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য অধ্যাপক মোকারেমুল কাদের চৌধুরী (মুকুল মিয়া), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, চেয়ারম্যান মো. ইয়াছিন, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সাবেক মেম্বার আব্দু ছালাম, মুজিবুর রহমান তালুকদার, হাবিব উল্লাহ, আলমগীর কবির, মুফিজুর রহমান হিরু, শাহিনুল করিম শরিফী, মো. তারেক, মো. আশেক, শহিদুল কবির বাবুল, প্রমুখ। বাঁশখালী শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা, মোজাফ্ফর আহমদ, মেম্বার নাছির উদ্দীনের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ কর্মী সমাবেশে যোগ দেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment