![]() |
একুশে মিডিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের জেলার পীরগন্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে বিজয় দিবস মে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বজলুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খাঁন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক নুর নবী চঞ্চল প্রমূখ।
এর আগে সূর্যদয়ের সাথে সাথে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউট ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মার্চ পাস্ট, ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলা হয়। পরে “সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment