![]() |
একুশে মিডিয়া, যশোর জেলা প্রতিনিধি:
যশোরে মদন অধিকারী (৪০) নামে এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের মানিকদিহি গ্রামে রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের গলা কাটা, মুখ, ঠোঁট, হাত ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত মদন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কল্লোলপাড়ার বিমল অধিকারীর ছেলে বলে জানিয়েছেন তার কাকাতো ভাই অশোক অধিকারী।
অশোক বলেন, 'মদন বিভিন্ন হাটে কাঁচামাল উঠানো-নামানোর কাজ করত। বুধবার সন্ধে সাড়ে পাঁচটার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পরে আর বাড়ি ফিরে যায়নি। খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে মানিকদিহি গ্রাম থেকে কেউ একজন ফোন করলে আমরা ঘটনাস্থলে এসে তার লাশ দেখতে পাই।'
কারা কী কারণে তাকে হত্যা করেছে তা বলতে পারেননি অশোক।
যশোর সদরের সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুকুমার কুণ্ডু জানান, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment