![]() |
এম.হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত হাওলাদার পরিবারের সন্তান, স্বাধীনতার পর থেকে শুরু করে হাসান নগর ইউনিয়নের আ'লীগের এককালিন ৫০ বছরের সভাপতি- জনাব সালাউদ্দিন হাওলাদার "কাঞ্চন মিঞার" স্নেহধন্য ছোট ভাই একই ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম নেপু মিয়া হাওলাদার' গতকাল বিকাল ৪:৪০ মিনিটের সময় মির্জাকালু খাসমহল বাজার তাহার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
![]() |
তাঁর মৃত্যুর পর স্বজনদের আহাজারিতে ভোলা জেলার আকাশ-বাতাস হয়ে ওঠে ভীষণ ভারী। ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা।
মরহুমের জানাজার নামাজ গতকাল বুধবার বেলা ১১:৫৫ মিনিটের সময় মির্জাকালু খাসমহল বাজারে অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজায় হাজারো মানুষের ঢল নেমে যায়।
এসময় জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সফল বানিজ্য মন্ত্রী ভোলা-১ আসনের সংসদসদস্য জননেতা জনাব তোফায়েল আহমেদ এমপি,
ভোলা-২ আসনের জনপ্রিয় সংসদসদস্য জনাব আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, ভোলা-৩ আসনের সংসদসদস্য দীপবন্ধু জনাব নুরনবী চৌধুরী শাওন এমপি, মহিবুল্যাহ পীর সাহেব বাটামারা, বোরহানউদ্দিন উপজেলা আ'লীগের সভাপতি জনাব জসিম উদ্দিন হায়দার,পৌর মেয়র জনাব রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ মিয়া প্রমুখ সহ আ'লীগের অংগ সংগঠনের নেত্রী বৃন্দ।
জানাজায় বানিজ্য মন্ত্রী তার বক্তব্য কালে বলেন, আমি জীবনে অনেক সম্ভ্রান্ত পরিবারকে দল পরিবর্তন করতে দেখেছি, কিন্তু এ হাওলাদার পরিবারের মতো পরিক্ষিত পরিবার আমি কখনো'ই দেখিনাই।
তারা এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে একইভাবে বাংলাদেশ আ'লীগ কে-ই মন-প্রাণ দিয়ে ভালোবেসে যাচ্ছেন। যার ফলে বিএনপির আমলে এ মরহুম নেপু মিয়া'র পরিবার অনেক লাঞ্ছিত ও অপমানিত হয়েছিলো এবং তার ছেলেরা দেশ ছেড়ে বিদেশে গিয়েও থাকতে হয়েছিলো। আজ তার এ বিদায় লগ্নে আমি গভীর ভাবে শোক প্রকাশ করছি।
পরে জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে তার সহধর্মিনী'র কবরের পাশে সমাহিত করা হয়।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মৃত্যুকালে তিনি সাত ছেলে, এক মেয়ে, এক ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন -সাংবাদিক এম.হাসনাইন আহমেদ হাওলাদার ও ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment