![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চড়া কেশবপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে সোহেল রানা (৪১) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে। এঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছে।
জয়পুরহাট র্যাব-৫ সূত্রে জানা গেছে, উপজেলার চড়া কেশবপুর এলাকায় মঙ্গলবার মধ্যরাতে মাদক বেঁচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়।
মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই এক মাদক ব্যবসায়ী নিহত হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাঁজাগুলি, ৬০ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ৩টি সিমকার্ড, ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment