![]() |
এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলার থানা পুলিশের কার্যক্রমে কোন অংশেই পিছিয়ে নেই স্থানীয় চৌদ্দগ্রাম থানা পুলিশ।সারাদেশের ন্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১১ জন কে গ্রেফতার করা হয়।
স্থানীয় চৌদ্দগ্রাম থানা পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মহিলাসহ ওয়ারেন্টভুক্ত ১১ আসামীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
এই বিষয়ে আলাপকালে চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ তথ্যটি নিশ্চিত করেন।
এসময় তিনি জানান গতকাল রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে থানা পুলিশ ১১ জন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃত আসামিরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বেতিয়ারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আবুল হাশেম (৫৪), একই গ্রামের রুহুল আমিনের ছেলে মাটন উদ্দিন মুন্সী (৪০)।আজিজুল ইসলামের ছেলে জাফর আহম্মদ (৪০), উজিরপুর ইউনিয়নের ছিদ্দিকুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগম (৩৫), ঘাষিগ্রামের সুমন মিয়াজীর ছেলে ফারুক মিয়াজী (৩০), জামপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সুজন মিয়া (২২), কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের আমির হোসেনের ছেলে আবুল বশর (২২), আছমত আলীর ছেলে আমির হোসেন (৫৫), একই ইউনিয়নের মন্তু মিয়ার ছেলে মাসুদ রানা (২৮), চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে আবুল হাশেম (৫৫), বাতিসার বসন্তপুর গ্রামের মোঃ আলির ছেলে কামরুল ইসলাম (২২)।
৩০ই জানুয়ারি (বুধবার)বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment