শৈলকুপায় এতিম শিশুদের মুখে হাসি ফোটালেন ইউএনও।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 4 February 2019

শৈলকুপায় এতিম শিশুদের মুখে হাসি ফোটালেন ইউএনও।। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় এতিম শিশুদের মুখে হাসি ফোটালেন ইউএনও উসমান গনি। শৈলকুপা উপজেলার বড়দা এমিতখানার ২৩শিশুকে নতুন জামাকাপড়সহ সেন্ডেল দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গনি জানান, কিছুদিন আগে বড়দা এমিতখানায় গিয়েছিলাম কম্বল দিতে।
সেখানে গিয়ে দেখি বেশিরভাগই অসহায়, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা-মা কেউ নাই, কারো বাবা-মা থাকতেও নাই। কারো বাবা-মা থাকলেও বাড়িতে রেখে মেয়েকে দুবেলা ভাত দেওয়ার মত অবস্থা নাই। অধিকাংশের গায়ে ছেড়া জামা, পায়ে ছেড়া সেন্ডেল। সবাই আমার মেয়ের মতো বয়স। এদের মধ্যে ২৩ জনকে একসেট জামা ও সেন্ডেল উপহার দিয়েছি। এরপর রোববার বিকালে দেখতে গিয়েছিলাম।
সবাই দেখি নতুন জামা ও নতুন সেন্ডেল পরে হাজির। ওদের হাসি মুখ দেখে মনটা ভরে গেল। তিনি আরো বলেন, ওরা জীবনে খুব কমই হেসেছে। যদিও সামান্য সময়ের জন্য হলেও ওদের মুখে হাসি ফুটেছে। ওদের মুখে হাসি দেখার সুখ কোটি টাকায়ও মিলেনা ।  দোয়া করি আল্লাহ যেন তাদের মুখের হাসি চিরস্থায়ী করে দেয়।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages