ঝিনাইদহে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, আটক-৪। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 9 February 2019

ঝিনাইদহে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, আটক-৪। একুশে মিডিয়া


রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহের কালীগঞ্জে এক বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকায় শনিবার দুপুরে পুলিশ ৪ জনকে আটক করেছে।  
আটককৃতরা হলেন বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম পাটয়ারী, বানুড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাঈদ হোসেন, নুর আলীর ছেলে রাকিব হোসেন এবং লাল চানের ছেলে আশিককে আটক করেছে। খবর পেয়ে বিকালে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, গত বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামে ধর্ষিত কিশোরী বাড়ির বারান্দায় খাবার খাচ্ছিল। এ সময় ধর্ষকেরা জোরপূর্বক কৌশলে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুজি করতে থাকে। ঘণ্টাখানেক পরে বাড়ির পাশের একটি বাগানে তাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।  
জানা যায়, শুধু ঘটনা ঘটিয়ে ধর্ষকরা ক্ষ্যন্ত থাকেনি। ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়। এমনকি, শুক্রবার রাতে সাঈদ নামের ছেলেটি ধর্ষিতার পিতাকে ফোনে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তার পিতা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কালীগঞ্জ পুলিশকে বিষয়টি জানায়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages