![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
আজ শনিবার থেকে শুরু হচ্ছে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন
দৈনিক ভোলাদর্পণ ও সাপ্তাহিক লাল সূর্য পত্রিকার সম্পাদক মোতাছিম বিল্লাহ । তিনি একবার্তায় বলেন- শিক্ষার্থীরাই ভবিষ্যৎ। এসব শিক্ষার্থীরাই দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিবে। তারাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে।
এসএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো ।
উল্লেখ্য, এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি ভোকেশনাল এক লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে। মোট কেন্দ্রের সংখ্যা তিন হাজার ৪৯৭ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি। এ ছাড়াও বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন্য পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment