![]() |
একুশে মিডিয়া, যশাের জেলা প্রতিনিধি:
যশাের জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে হাত ভাঙ্গা রােগীর চিকিৎসা সেবা দেওয়ার প্রতি ডাক্তারদের অবহেলার কারণ ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার নারকেল গাছ থেকে তলায় পড়ে হাসান (১৩) নামের এক কিশাের দুই হাত ভেঙ্গে হাসপাতালে ভর্তি হলে ও ঠিক মত তদারকি করছেন না হাসপাতালে কেউ। আহত হাসান সদর উপজেলার সাতমাইল বারী নগর গ্রামের নুর ইসলামের ছেলে। সে বৃহস্পতিবার রাতে গাছ থেকে পড়ে যায়। এবং তার দুই হাত ভেঙ্গে যায়।
আহত হাসানের বড় ভাই মিন্টু জানিয়েছেন ঐ রাতে রােগীর দুই হাতে প্লাস্টার করে দেওয়ার পরে সার্জারী ওয়ার্ডের বারান্দায় রাখা হয়। কিন্তু তার অসুস্থ্য ভাইয়ের কোন চিকিৎসক বা নার্সরা কেউ সঠিক ভাবে খােজ খবর নিচ্ছেন না যে কারনে তিনি ডাক্তারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন এক্স-রে করিয়েছেন অথচ ডাক্তার রােগীর প্রতি অবহেলা দেখানাের কারনে পরের দিন পর্যন্ত কোন ব্যবস্থা দিতে পারেননি।
তিনি আরো বলেন ৪/৫ জন এক সঙ্গে বন্ধুদের সহযােগীতায় সে ঐ নারকেল গাছে ওঠেছিলাে ডাব খাওয়ার উদ্দেশ্যে এক সময় পা পিছলে তলায় পড়ে যাওয়ার কারনে সে গুরুতর ভাবে যখম হয়। এতে করে হাসানের দুই হাত ভেঙ্গে যায়। আহত অবস্থায় তার বাবা মা সেখান থেকে রাত ২.৩০ মিনিটে তাকে যশাের জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে দেন । সেখানে চিকিৎসা সেবা নেওয়ার প্রাক্কালে ডাক্তার ও নার্সদের এই অসৈজন্য মুলক আচারন ঘটেছে বলে তিনি জানিয়েছেন ।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment