ভোলা'র কাজিরহাটে নূরানী/হাফিজি মাদ্রাসা ও মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল সম্পন্ন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 10 February 2019

ভোলা'র কাজিরহাটে নূরানী/হাফিজি মাদ্রাসা ও মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল সম্পন্ন। একুশে মিডিয়া


এম.হাসনাইন আহমেদ হাওলাদার, 
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:>>>
দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৃহত্তম হাসান নগর ইউনিয়নের কাজীরহাট বাজার "মারকাজুল উলুম নূরানী/হাফিজিয়া মাদ্রাসা" ও মসজিদের তিনদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গত ০৮ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ ই ফেব্রুয়ারী ভোলা জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ্ব মোঃ লোকমান হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আশ্রাফুল আলম ওবাইদী সাহেব (মহাপরিচালক, জামেয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসা, কুমিল্লা)।
কাজীরহাট বাজার "মারকাজুল উলুম নূরানী/হাফিজিয়া মাদ্রাসা" ও মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের বয়ান শোনার জন্য বৃহত্তর হাসান নগর ইউনিয়ন ছাড়া ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ধর্মপ্রান মুসলমান এশা'র নামাজের আগেই "মারকাজুল উলুম নূরানী/হাফিজিয়া মাদ্রাসা" ও মসজিদ সংলগ্ন কাজীরহাট বাজার চত্বরের বিশাল প্যান্ডেলে এসে সমবেত হয়।
এশা'র নামাজের পর পরই সম্পুর্ন প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক মুসল্লী প্যান্ডেলের আশে পাশের ফাকা জায়গায় দাড়িয়ে এবং বসে ওয়াজ শোনেন। রাত পৌনে ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ জাতির মঙ্গল, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে এ' ওয়াজ মাহফিল সমাপ্ত ঘোষণা হয়।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages