ভাষা শহিদদের প্রতি রাবি ট্যুরিস্ট ক্লাবের শ্রদ্ধাঞ্জলি। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 21 February 2019

ভাষা শহিদদের প্রতি রাবি ট্যুরিস্ট ক্লাবের শ্রদ্ধাঞ্জলি। একুশে মিডিয়া



একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব । বৃহস্পতিবার সকালে রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি শোকর‌্যালী বের করা হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ নেওয়াজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাজু সরদার, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ মুন্না।
বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে আমাদের আজকের দিনটিকে পালন করা হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। দিবসটির তাৎপর্য উল্লেখ করে তারা বলেন, আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে ভাষার প্রতি শ্রদ্ধা জানাবো। বাংলা ভাষাকে রক্ষার দায়িত্বও আমাদের।
একুশ আমাদের চেতনা। আজকে সেই ২১ শে ফেব্রুয়ারি যেদিন আমার ভাইয়েরা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। আমরা এ চেতনায় জাগ্রত থাকবো। এর আগে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে ক্লাবের কার্যকরী কমিটির সদস্যসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages