একুশে মিডিয়া, মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:>>>
বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধ ভাবে পরিবহনকালে আটক ২০ লক্ষ ফাইসা ও বাগদা পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান শনিবার এসব পোনা মোরেলগঞ্জ পানগুছি নদীতে অবমুক্ত করেন।
পাথরঘাটা থেকে রামপাল গামী ২টি ট্রলার অবৈধ ভাবে ১৫ লক্ষ ফাইসা পোনা ও ৪ লক্ষ বাগদা পোনা নিয়ে যাচ্ছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কোষ্টগার্ড কন্ট্রিজেন অফিসার এম আর জামান ও নৌ-পুলিশের এস আই শহিদুর ইসলামের নেতৃতে ¡এশটি টিম অভিযান চালিয়ে মৎস্য পোনা সহ দুটি ট্রলার ও ১৬ জনকে আটক করে।
আটককৃতরা হল, মোরেলগঞ্জ উপজেলার শনিরজোড় গ্রামের নাসির মৃধা ও ইব্রাহিম মৃধা, খনিরখন্ড গ্রামের শাহজাহান মৃধা ও ফোরকান হাওলাদার, হাওলার ডাঙ্গা গ্রামের আবজাল ফরাজি, দাকোপ উপজেলার নবীদুল শেখ, ইবাদুল বিশ^াস, বাবুল ফকির, লাবলু শেখ,তুহিন শেখ,সামাদ ফকির,সুজন শেখ, গোপাল সরকার,ইমান আলী,হাফিজুল গাজী।
নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আটক ১৬ জনকে ৩২ হাজার টাকার জরিমানা আদায়ও অবৈধভাবে পরিবহন কৃত পোনা মাছনদীতে অবমুক্ত করেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment