এম এ হাসান, কুমিল্লা:>>>
চলমান সারাদেশের পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ ও রকমারি স্টাইলে অভিযান চালিয়ে যাচ্ছে। চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেল( ২০ জানুয়ারি)বুধবার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি শহিদুল ইসলাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।জানা গেছে, আদালত শহিদুল ইসলামের বিরুদ্ধে দুইটি সিআর মামলায় দুই বছরের সাজা ও ৪৬ লাখ টাকা জরিমানা করে। এরপর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বিষয় টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার এসআই মোজাহের হোসেন।এসময় পুলিশের এই কর্মকর্তা জানায় বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার সঙ্গীয় পুলিশ ফোর্স এসআই কামাল হোসেন ও এএসআই ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার ভোরে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেফতার করে।তিনি পলাতক ছিলেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment