একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জরায়ু মুখ ও স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা সংগঠন ওয়ার্ল্ড লিংক আপ এর হেলথ টিমের আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড লিংক আপ এর সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও আসমা সুলতানা সুচির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা সালেহা জেসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, রহমতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রোকসানা বেগম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ডা সালেহা জেসমিন বলেন, ‘অন্যান্য উন্নত দেশের সাথে বাংলাদেশের দেশগুলোতে জরায়ু মুখ ক্যান্সার বা সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা প্রায় শূণ্য শতাংশ। কিন্তু বাংলাদেশি নারীদের মধ্যে এর হার ১৯.৩ শতাংশ। অনেক নারী জানে না যে তার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধে আছে। এই ক্যান্সার বিস্তার লাভ করে ৮ থেকে ১০ বছর কিংবা তার চেয়েও বেশী সময় ধরে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment