মোঃইব্রাহীম ফরায়েজী, ভোলা:
ভোলায় দৌলতখাঁন উপজেলার মধনপুর ইউনিয়ানে আজ সকল ৯ সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রি সুমাইয়া খাতুন (০৮) আহতো হন।
চালক সাহাদাত হোসেন মোটরসাইকেল দিয়ে ভারায় লোকজন আনা নেওয়া করতেন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় মাদ্রাসা ছাত্রি সুমাইয়া খাতুন কে ভোলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আহত সুমাইয়া খাতুন দৌলতখাঁন উপজেলার মধনপুর ইউনিয়ানের মোঃবাবুল পাটোয়ারীর মেয়ে ও সাইদা খাতুন নুরানি মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাএি।
এদিকে স্থানিয় লোক জন জানান মধনপুর ইউনিয়ানের খেয়া ঘাট থেকে পাটোয়ারি বাজার প্রযন্ত একটি রাস্তা বয়ে গেছে এখানে যাএি বহি গাড়ি না থাকতে মোটরসাইকেল দিয়ে যাএী আনা নেওয়া করা হয়।
কিন্ত মোটরসাইকেল চালাক যারা রয়েছেন তাদের অবহেলার কারনেই এখানে প্রতিনিয়ত দূর্ঘটনা গটে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment