একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
বুকের ব্যথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামিউল হাসান (২৩) নামের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। ব্যথা বেড়ে গেলে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ নিজ বাসভবনে পাঠানো হয়েছে।
বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের এই শিক্ষার্থী সিরাজগঞ্জের শাহজাদপুরের রফিকুল ইসলামের ছেলে। নগরীর ভদ্রা এলাকার একটি মেসে থাকতেন তিনি।
জামিউলের সহপাঠী সৌরভ বলেন, “শুনেছি, জামিউল দুইদিন ধরে অসুস্থ্য ছিলো। মূলত বুকে ব্যথা ছিলো। শুক্রবার সন্ধ্যায় এটা আরো বেড়ে যায়। জামিউল ওষুধও খাচ্ছিলো। কিন্তু বুকের ব্যথা না কমায় মেসের সবাই মিলে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাই। খুব সম্ভবত সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, “জামিউলের ময়না তদন্ত হয়েছে। তদন্তের রিপোর্ট পরিবারের কাছে পরে পাঠানো হবে। আজ বেলা ২টায় বিভাগের সামনে জামিউলের জানাযা করে মৃতদেহ নিজ বাসভবনে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment