ভদ্রঘাটে কার্গোভ্যান চাপায় চাপায় কলেজছাত্র নিহত, গাড়িতে আগুন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 21 March 2019

ভদ্রঘাটে কার্গোভ্যান চাপায় চাপায় কলেজছাত্র নিহত, গাড়িতে আগুন। একুশে মিডিয়া


সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>

সিরাজগঞ্জের কামারখন্দে কার্গো ভ্যান চাপায় হৃদয় (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই পথচারি।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কার্গো ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। বৃহস্পতিবার  সাড়ে ৭টার সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের এইসএসচি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসিআই এগ্রো লি: কোম্পানীর কেমিক্যালবাহী একটি কার্গো ভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আহত হন আরও দুই পথচারি। দুর্ঘটনার সাথে সাথে বিক্ষুব্ধ এলাকাবাসী কার্গোটিকে আটক করে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, কার্গোচাপায় কলেজ ছাত্রের মৃত্যু হওয়ায় এলাকাবাসী কার্গোটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলেছে।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages