মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
ভোলার লালমোহনে গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯ টায় লালমোহন লঞ্চ ঘাট থেকে লঞ্চে থাকা ৮ বোতল বিদেশী মদ ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় সোয়া ২ লক্ষ টাকা।
এসময় লঞ্চের মাল কেরাণী মো. হোসেন (৩২) নামের একজনকে আটক করা হয়। আটক হোসেন শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের মো. মোস্তফার ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, রোববার রাতে ঢাকা থেকে খবর পাই সেখান থেকে ছেড়ে আসা গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চ যোগে লালমোহনে বিপুল পরিমান মাদক আসছে।
খবরের ভিত্তিতে সোমবার সকালে ওই লঞ্চে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মো. হোসেন নামের লঞ্চের মাল কেরাণীকে আটক করা হয়েছে। ঘটনায় লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment