ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত-১। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 29 March 2019

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত-১। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর হতে সোয়াদি রেলগেটে শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে  পিতা নিহত ও তার শিশু কন্যা আহত হয়েছে। শিশু কন্যার অবস্থা গুরুতর। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কোটচাঁদপুর উপজেলার পাঁকা বিলপাড়া গ্রামের মুরাদ আলীর ছেলে আকিদুল ইসলাম ( ২৫) ও তার ৩ বছরের শিশু কন্যাকে নিয়ে আত্নীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। সোয়াদি রেল গেট পার হবার সময় তার মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর সৈয়দপুর গামী রুপসা ট্রেনের সাথে সাজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে  মৃত্যুবরণ করে।
রেল গেট নং টি ৬১ পাঁকা সুবোধী গেট। ওই গেটে গেট ম্যান হিসাবে কর্মরত কেউ ছিলনা। দূর্ঘটনাটি ঘটে আনুমানিক সময় সকাল ৯.১৫ সময়। কোটচাঁদপুর ট্রেন ষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, জি আর পি কে লাশ নেওয়ার জন্য ফোন দেওয়া হয়েছে। এ দূর্ঘটনার ঘটনায় পাঁকা সোয়াদি গ্রামে এখন শোকের মাতম চলছে।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages