রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে।
জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে শহরের পিটিআই মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আকতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিটিআই সহকারী সুপার এস এম সালাউদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ, হরিণাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, জেলা শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা সোলাইমান তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন হরিণাকুন্ডু সহকারী উপজেলা শিক্ষা অফিসার জি এম কামাল হোসেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। ২ দিন ব্যাপী এ মেলায় জেলার ৬ টি উপজেলা শিক্ষা অফিস তাদের স্টল প্রদর্শণ করেন। প্রদর্শণ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়ক উপকরণ। আগামীকাল শেষ হবে এ মেলা।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment