একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ওই বিদ্যালয়ে থাকা লক্ষাধিক টাকা মূল্যের ২টি বড় মেহগনি গাছ কর্তনের অভিযোগ উঠেছে ৷
সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বেশ কিছুদিন পূর্বে উক্ত বিদ্যালয় উন্নয়নের নামে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গাছ কর্তনের আবেদনপত্র দাখিল করলে নির্বাহী অফিসার ম্যানেজিং কমিটিকে বিধি মোতাবেক কাগজপত্র তৈরী করে ব্যবস্থা গ্রহন করতে বলেন ৷
কিন্তুু ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান ও প্রধান শিক্ষক খন্দকার রফিউল মোস্তাকিন মুক্তা'র যোগসাজশে নিয়মনীতির তোয়াক্কা না করেই নিলাম/টেন্ডার ও গাছের মূল্য নির্ধারন না করেই আজ ৩দিন যাবৎ বিশাল বড় গাছ ২টি কর্তন করছেন ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত কোন ব্যবস্থাই গ্রহন করা হয়নি ৷
এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যেহেতু ইউএনও মহোদয় আমাকে বাদ দিয়ে ম্যানেজিং কমিটিকে দায়িত্ব দিয়েছেন সেহেতু সভাপতি সাহেবই সব জানেন ৷ এ ব্যাপারে আমি কিছুই জানি না ৷ তিনি আরো বলেন কাগজপত্র ঠিক না করে এভাবে গাছ কর্তন করা ঠিক হয়নি৷
সভাপতির সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ইউএনও সাহেবের সাথে কথা বলেই গাছ কর্তন করেছি ৷ আপনাদের কিছু করার থাকলে করতে পারেন৷
উক্ত বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেনের সাথে কথা বললে তিনি বলেন - গাছ কর্তনের বিষয়ে আমি কিছুই জানিনা ৷ গাছ যদি কর্তন করে থাকে তাহলে সেটা অবশ্যই অবৈধ ৷
গাছ কাটাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ বিষয়টি এলাকাবাসি সহ সচেতন অভিজ্ঞ মহল সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ৷
No comments:
Post a Comment