একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানিকগঞ্জ জেলা সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০১৯ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্ররি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিব হোসাইন।
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ, বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর অতিরিক্ত ডিআইজি বাসুদেব বনিক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমীর জাফর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল ও কলম উপহার দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীনদের পক্ষ থেকে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের ইশিতা ইসলাম এবং আইবিএ এর মনির হোসেন। অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment