আল-আমিন মুন্সী:>>>
নরসিংদীর পলাশে নিরাপদ সড়ক ও এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে পলাশ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে প্রাণ আরএফএল ইন্ডাষ্ট্রিয়াল পার্কের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি পলাশ শাখার আয়োজনে এই মানববন্ধন পালন হয়। প্রায় দুই ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধনে এলাকার কয়েক হাজার গ্রামবাসী অংশ নেয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি পলাশ শাখার সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাকসুদুর রহমান, ঘোড়াশাল পৌর কাউন্সিলর রোমেল, শাহনাজ আক্তার, সুরাইয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা প্রাণ আরএফএল গ্রুপের গাড়ি ও কাভার্ডভ্যানের বেপরোয়াভাবে চলাচল বন্ধ, ও গ্রামবাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, গত ৮ মার্চ প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে প্রাণের একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী গুরুত্বর আহত হওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাদে। এ ঘটনায় পুলিশ প্রায় চারশতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment