ঘোড়াশালে শ্রমিকদের মজুরির দাবীতে বাংলাদেশ জুটমিলের জিএম অবরুদ্ধ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 28 March 2019

ঘোড়াশালে শ্রমিকদের মজুরির দাবীতে বাংলাদেশ জুটমিলের জিএম অবরুদ্ধ। একুশে মিডিয়া


আল আমিন মুন্সী:>>>
বিজেএমসি নিয়ন্ত্রাণাধীন পলাশ শিল্প এলাকায় অবস্থিত ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা বৃহস্পতিবার বিকেলে মিলের জিএম মোঃ গোলাম রাব্বানীকে বকেয়া মজুরির দাবীতে তার বাস ভবনে প্রায় সাড়ে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
পরে পলাশ থানা পুলিশ এসে জিএমকে উদ্বার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে জিএম গোলাম রাব্বানী শ্রমিকদের ৮ সপ্তাহ বকেয়া মজুরির মধ্যে চলতি সপ্তাহের টাকা বৃহস্পতিবার রাত ৯ টার মধ্যে দেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোদ্ধ তুলে নেয়।
মিলের সিবিএ সভাপতি ইউসুফ মিয়া জানায়,মিল কর্তৃপক্ষ শ্রমিকদের ৮ সপ্তাহ ধরে মজুরি না দেয়ায় শ্রমিকরা অতি কষ্টে জীবন-যাপন করছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে মিলের উৎপাদন বন্ধ করে কয়েক হাজার  শ্রমিক সন্ধ্যা ৬টা পর্যন্ত জিএম এর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও জিএমকে অবরুদ্ধ করে রাখে।
পরে জিএম বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরুদ্ধ তুলে নেয়। মিলের জিএম গোলাম রাব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মিলের উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ার কারণে শ্রমিকদের মজুরি দিতে সমস্যা হচ্ছে। মিলে প্রায় ৪০ কোটি টাকার উৎপাদিত মালামাল পড়ে রয়েছে।
এদিকে এ ঘটনার পর থেকে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages