![]() |
একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:>>>
ময়মনসিংহের হালুয়াঘাটে অ্যাসোসিয়েশন ফর ডিপ্রাইড স্টুডেন্টস (এ ডি এস) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ধারা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি তৌকি আহমদ সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ ডি এস প্রধান উপদেষ্টা সৈয়দুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক কামাল হোসেন, ধারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা, ধারা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাহাবুবুল আলম সহ উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দুজ্জামান বলেন, এ ডি এস উপজেলার দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান দিয়ে সহায়তা করে থাকে।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনটি অংশগ্রহন সত্যিই প্রশংসার দাবী রাখে। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ ডি এস এর সাধারন সম্পাদক আঃ করিম।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment