গাইবান্ধায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান শুরু। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 19 May 2019

গাইবান্ধায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান শুরু। একুশে মিডিয়া


রেখা মনি, রংপুর:>>>
গাইবান্ধার সাত উপজেলার ১১টি সরকারি খাদ্য গুদামে একযোগে বোরো ধান, গম ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সদর খাদ্য গুদামে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন আনুষ্ঠানিকভাবে বোরো ধান, গম ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে খাদ্য ক্রয় কেন্দ্র চত্ত্বরে এক আলোচনা সভা জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফেরদৌস, সিভিল সার্জন আবু হানিফ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ আরো অনেকে।
চলতি মৌসুমে জেলায় ১১টি সরকারি খাদ্য গুদামে ৩ হাজার ৯শ ৫৫ মেট্রিক টন ধান এবং ২৫ হাজার ৪শ ১৩ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা এবং প্রতিকেজি ৩৬ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার থেকে ধান ক্রয় শুরু হয়েছে চলবে ২৩ আগষ্ট পর্যন্ত।



একুশে মিডিয়া/এসইউ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages