এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লায় বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার দিবাগত রাত ১টার দিকে জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকার শাহাপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী সদর উপজেলার কোতয়ালী থানাধীন শাহাপুর দরগাহ এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে সেলিম (৪৫)।
১০ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোলাবাড়ি সীমান্তের শাহাপুর দরগাহ মাদ্রাসার দক্ষিণে একটি নির্জন বাগানে অবস্থান নেয় টহল রত বিজিবি।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে।
বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে এক মাদক ব্যবসায়ী আহত হলে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।নিহত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment