বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরধরে স্বামী ও স্ত্রীকে মারধর। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 12 June 2019

বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরধরে স্বামী ও স্ত্রীকে মারধর। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে গতকাল বুধবার ভোর সকাল  ৭টার দিকে আতাউল করিম মিন্টু (৩৫) ও তার স্ত্রী রুবি আক্তার (২৮) কে প্রতিপক্ষের লোকজন বেদম মারধর করেছে।  তাদের আহত অবস্থায় বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। 
জানাযায়, গন্ডামারা ৯নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামে মৃত মো: ইব্রাহিমের ছেলে আতাউল করিম ও তার ভাই সেলিম, করিমের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার বসতবাড়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ শুরু হয়।
ঝগড়াকে কেন্দ্র করে সেলিমসহ তারা কয়েকজন মিলে আতাউল করিম ও তার স্ত্রীকে বেদম মারধর ও নির্যাতন করে।
আহত রুবি আক্তার অভিযোগ করেন, দেবর সেলিম তার স্বামীর অনুপস্থিতিতে তাকে কু-প্রস্তাব দিত। তার বড় ভাই আতাউর করিমকে অবহিত করা হয়েছিল।
আহত রেজাউল করিম বলেন, মঙ্গল বার রাত থেকেই তার বাড়ীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে এবং হামলা করা হয়েছে। 
গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার বাদশা জানান, ভাইদের মধ্যে পারিবারিক ঘটনার জের ধরে মারামারির ঘটনা শুনেছি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
বাঁশখালী থানার ওসি (তদন্ত)  কামাল উদ্দীন একুশে মিডিয়াকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages