![]() |
সবুজ সরকার বেলকুচি, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
জম্মদিনে নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হন বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হোক রেজা।ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামীলীগ নেতাকর্মীদের ভালবাসায় আজকের দিন স্মরণীয় এই নেতার।
জম্মদিনে নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হন বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হোক রেজা।ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামীলীগ নেতাকর্মীদের ভালবাসায় আজকের দিন স্মরণীয় এই নেতার।
বুধবার(৩১ জুলাই)দিবাগত রাত্র ১২ টায় বেলকুচি উপজেলায় আওয়ামীলীগের
প্রধান কার্যালয়ে কেক কেটে ৩৬তম জম্মদিন পালন করেন।এ সময় বিভিন্ন
নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া এই নেতাকে বিভিন্ন সামাজিক যোগাযোগের
মাধ্যম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী তানমির সুলতানা
রনিতা লিখেছেন,সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ।হোক প্রতিটি
স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর।।
প্রিয় নেতার জম্মদিনে শাজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি এম এইচ সুনাম তার ফেসবুকে লেখেন,
শুভ জন্মদিন কর্মী বান্ধব প্রিয় বড় ভাই Shazzadul Reza,যেতে হবে বহুদূর অনেক অনেক শুভ কামনা রইল ভাই আপনার জন্য,
শুভ জন্মদিন কর্মী বান্ধব প্রিয় বড় ভাই Shazzadul Reza,যেতে হবে বহুদূর অনেক অনেক শুভ কামনা রইল ভাই আপনার জন্য,
সিরাজগঞ্জ জেলার বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম যুগ্ন আহবায়ক এম,এ মান্নান পলক বক্ত লেখেন,শুভ শুভ শুভ দিন!
বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক
জনাব সাজ্জাদুল হক রেজা ভাইয়ের শুভ জন্মদিন!
আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
দুয়া করি মহান আল্লাহ পাক যেনো দীর্ঘআয়ু দান করুন।।।
তাছাড়া অন্যান্যদের মধ্যে বেলকুচি সরকারি কলেজের ছাত্রলীগ
নেতা জি,এস নয়ন আহম্মেদ,সহ ফরিদুল ইসলাম ফরিদ,জুয়েল রানা,পাপ্পু
সাহা,ইউসুফজী খাঁন স্বদেশ,ফিরোজ পিয়াস,সিহাব,হাবিব,রাসেল,মেহেদী
হাসান,মনিরুল হোসেন,সোহাগ রানা,আবির রানা,আরিফ খাঁন জয়,সবুজ,বাবু, প্রমুখ
সহ অশংখ্য গুনগ্রাহী সাজ্জাদুল হোক রেজার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment