![]() |
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:>>>
যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামের স্বপন দাসের ক্রয়কৃত জমি রেষ্ট্রি না করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে শালিশ-বৈঠক করেও কোন লাভ না হওয়ায় বিচারের আশায় পরিবারটি পথে পথে ঘুরছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামের পঞ্চানন দাসের পূত্র স্বপন দাস একই গ্রামের নকুল দাসের স্ত্রী দেরোদাসী নিকট হতে ২০১৩ সালে কোমরপোল মৌজার ১১৩০ দাগের ৪ শতক জমি ৬০ হাজার টাকা নগদ মূল্যে ক্রয় করেন। যে টাকা স্বপন দাস তৎকালীন ইউপি সদস্য মাষ্টার নূরুল ইসলামের হাত দিয়ে দেরোদাসীকে প্রদান করে।
যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামের স্বপন দাসের ক্রয়কৃত জমি রেষ্ট্রি না করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে শালিশ-বৈঠক করেও কোন লাভ না হওয়ায় বিচারের আশায় পরিবারটি পথে পথে ঘুরছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামের পঞ্চানন দাসের পূত্র স্বপন দাস একই গ্রামের নকুল দাসের স্ত্রী দেরোদাসী নিকট হতে ২০১৩ সালে কোমরপোল মৌজার ১১৩০ দাগের ৪ শতক জমি ৬০ হাজার টাকা নগদ মূল্যে ক্রয় করেন। যে টাকা স্বপন দাস তৎকালীন ইউপি সদস্য মাষ্টার নূরুল ইসলামের হাত দিয়ে দেরোদাসীকে প্রদান করে।
স্বপন দাস তার ক্রয়কৃত ৪ শতক জমি দেরোদাসীকে রেষ্ট্রি করে দেওয়ার কথা বললে দেরোদাসী বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে।
ক্রয়কৃত জমি রেষ্ট্রি না করে দেওয়ায় উপায়ন্তু না পেয়ে গ্রামের মেম্বর, মহিলা মেম্বর ও গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে শালিশ-বৈঠক করেও কোন লাভ হয়নি। বাধ্য হয়ে স্বপন দাস ক্রয়কৃত জমি রেষ্ট্রি করার জন্য ২৯ জুলাই দেরোদাসীর বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment