শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:>>>
ময়মনসিংহের
ঈশ্বরগঞ্জ উপজেলায় মুরগীর খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে
সংঘর্ষে বাবা-ছেলে ও ভাতিজাসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৪/৫ জন
আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুই ভাই মাজহারুল ও খায়রুলকে উন্নত চিকিৎসার
জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার বরহিত ইউনিয়নের
কাঁঠাল ডাংড়ি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাবা- হাসিম
উদ্দিন (৭০) ছেলে- জহিরুল ইসলাম (২৭) ও ভাতিজা আজিজুল (৩৫)।
ঈশ্বরগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহামেদ কবীর এই খবরের সত্যতা নিশ্চিত করে
জানান, চাচা হাশিম উদ্দিনের সাথে জমি-জমা ও মুরগীর খামারের দুর্গন্ধ নিয়ে
ভাতিজা আজিজুলের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
বুধবার সকাল ৮ টার
দিকে চাচা ভাতিজার সাথে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো
দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সময় উভয় পক্ষের তিন জনের মৃত্যু
হয় ।এ ছাড়া অন্তত আরও ৪/৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সহোদর দুই ভাই
মাজহারুল ও খায়রুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে ঘটনার
খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও পুলিশ সুপার শাহ
আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ
(মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment