![]() |
রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ
পৌর এলাকার খাজুরা মাঠপাড়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষিত হয়েছে। এ ঘটনায়
মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। ধর্ষিতার চাচা তরকারী
বিক্রেতা মধু গনমাধ্যম কর্মীদের মঙ্গলবার রাতে জানান, সোমবার সন্ধ্যার দিকে
খাজুরা গ্রামের মুন্তাজ আলীর ছেলে বাদশা, মন্টু মন্ডলের ছেলে রুহুল আমীন ও
একই গ্রামের জাফরের ছেলে মুন্নু তার ভাতিজিকে মাঠ থেকে তুলে নিয়ে গণধর্ষণ
করার পর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ফেলে যায়।
ভুমিহীন পাড়ার
এক ব্যাক্তি ধর্ষিতাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি এসে ধর্ষিতা সব খুলে বলে।
গ্রামবাসি জানায়, খাজুরা গ্রামের নিঃসন্তান আজিজ ওই মেয়েটিকে পালিত কন্যা
হিসেবে পালন করছে। সন্ধ্যার দিকে মেয়েটি পাশের মাঠে গরু আনতে গেলে তিন
বখাটে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ
সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরের সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর
থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ব্যাপারে ধর্ষিতার পিতা আজিজুর রহমান
বাদী হয়ে একটি মামলা করেছেন, যার নং ২৮। আসামী গ্রেফতারের জন্য পুলিশ
অভিযান অব্যাহত রেখেছে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment