সড়কের সংস্কার না হওয়ায় ভয়াবহ দূর্ভোগ ইছাখালী বাসীর দূূূর্ভোগে হাজারো শিক্ষার্থী। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 4 August 2019

সড়কের সংস্কার না হওয়ায় ভয়াবহ দূর্ভোগ ইছাখালী বাসীর দূূূর্ভোগে হাজারো শিক্ষার্থী। একুশে মিডিয়া


নুর নবী রাসেল. মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
ইছাখালী গ্রাম দেখলে মন জুড়ে যাবে যে কারো। অন্যদিকে ইছাখালীকে ঘিরে স্বপ্নের শেষ নেই এখানকার মানুষদের। ইছাখালীতে গড়ে উঠছে অর্থনৈতিক জোন। সব কিছু মিলে যেন এক স্বপ্নের গ্রাম এখন স্বপ্নের শহর হিসেবে পরিণত হচ্ছে। তা নিয়ে আশায় বুক বাধছে মানুষ। কিন্তু শত আশার মাঝে যে একটু অশান্বিত হয়ে গেছে ইছাখালী,লুদ্দাখালী,মাদবার হাট,মুহুরী প্রজেক্ট টেকের হাট সহ প্রায় আশে পাশের আরো কয়েকটি গ্রামের মানুষ।


অন্যদিকে দূর্ভোগের কমতি নেই এসব মানুষের। এছাড়াও দূর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। গত ১২ বছর ধরে সংস্কারের মুখ দেখেননি সড়কটি। খানা খন্দ,গর্ত আর কাদা মাটিতে দূর্ভোগের শেষ নেই এই সড়ক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করা হাজারো মানুষের অপর দিকে দূর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। বলছি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্ট টেকেরহাট সড়কের কথা। এই সড়কটির দূরত্ব ৩ কি:মি:। পুরু সড়কটি খানা খন্দে বেহাল হয়ে গেছে।
এই সড়কের সংস্কার হয়নি গত এক যুগ ধরে সড়কের কোথাও কোথাও পিচ করা থাকলেও সেখানেও বিটুমিন উঠে অনেক আগে সড়ক থেকে সরে গেছে। আবার কোথাও বড় বড় গর্ত হওয়ার কারণে এই সড়ক দিয়ে চলাচল করতে দূর্ভোগ পোহাতে হয় পথচারী হতে শুরু করে সব শ্রেনী পেশার মানুষদের। অন্যদিকে শিক্ষার্থীদেরকেও স্কুল কলেজে আসতে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু সড়কের নেই কোন ধরণের সংস্কার। তার ফলে দূর্ভোগের শিকার হচ্ছে ইছাখালী বাসীকে। জোরারগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা সিএনজি চালক ও যাত্রীরা জানান, এই সড়কের কোন মা বাবা নেই কোন অভিভাবক নেই এলাকার মেম্বার চেয়ারম্যানরা দেখেও না দেখে চলে যায় সড়কটির জন্য কারো কোণ ধরণের মাথা ব্যাথা নেই। তার ফলে প্রতিবছর বর্ষা আসলে এই সড়ক দিয়ে যাওয়া আসা করা কষ্টকর হয়ে পড়ে। সড়কটি সংস্কার না করায় পুরু সড়ক এখন ছোট বড় পুকুরে পরিণত হচ্ছে। এই সড়কটি যদি সংস্কার না করা হয় তাহলে আগামী বর্ষার আগে সড়কটি পুরুধমে চলাচলের অযোগ্য হয়ে যাবে বলে যাবে বলে জানান যাত্রীরা। চালকেরা জানান সড়কটির ব্যাপারে কেউ কোণ মাথা ঘামায় না। না হলে এত বছর সড়কটি এভাবে পড়ে থাকত না। আমরা অনেক সময় এই সড়ক দিয়ে গাড়ি চালাতে গেলে প্রতিদিন অনেক ভোগান্তির মুখোমুখি হতে হয় মাঝে মধ্যে গাড়ির স্কেল ভেঙ্গে যায় গর্তের মধ্যে গাড়ি আটকে যায় কোন।


ডেলিভারি রোগী যথাসময়ে হাসপাতালে নিতে পারিনা একমাত্র সড়কের এই অবস্থার কারণে। সড়কটির সংস্কার করা না গেলে আগামীতে সড়কটির অবস্থা আরো ভয়াবহ রুপ ধারণ করতে পারে বলে জানান এখানকার স্থানীয় বাসিন্দারা। তবে অতি শীঘ্রই এই সড়কটির দাবী জানান এলাকাবাসী।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages