![]() |
শাহ মুহাম্মদ শফিউল্লাহ:>>>
চট্রগ্রামের বাঁশখালী উপজেলা ঘরে ঘরে জ্বর ও ডায়রিয়ার প্রাদুভাব বেড়ে যাওয়ায় সাধারন জনগন আতংকগ্রস্থ হয়ে পড়েছে। তার মধ্যে গতকাল রবিবার সকালে বাশঁখালী হাসপাতালে
মো: মিনহাজ (১০) নামে এক শিশু জ্বরের কারনে মৃত্যু বরণ করায় হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতংক বিরাজ করছে। মৃত্যুবরণকারী মিনহাজ বৈলছড়ি ইউনিয়নের পুর্ব চেচুরিয়া বধুরবর বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র ।
মো: মিনহাজ (১০) নামে এক শিশু জ্বরের কারনে মৃত্যু বরণ করায় হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতংক বিরাজ করছে। মৃত্যুবরণকারী মিনহাজ বৈলছড়ি ইউনিয়নের পুর্ব চেচুরিয়া বধুরবর বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র ।
ছেলের মৃত্যুর ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন গতকাল হঠাৎ করে আমার ছেলের জ্বর বেড়ে গেলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে হাসপাতালে প্রেরন করে ।আমরা হাসপাতালে আনতে আনতে পথে তার মৃত্যু হয় বলে ডাক্তার জানায় । বাশঁখালী হাসপাতাল সুত্রে জানা যায় রবিবার সকাল ৯.৩০টার দিকে জরুরী বিভাগে শিশুটিকে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা যায়। এ সময়ে দায়িত্বরত চিকিৎসক ডা: আয়েশা মুনমুন বলেন শিশুটি হাসপাতালে আনার সাথে সাথে মৃত্যুবরণ করার ফলে তার রোগ নির্ধারন করা সম্ভব হয়নি ।
এদিকে ছেলেটির মৃত্যুর পর তার স্বজনের লাশ নিয়ে যায় এবং পরে পারিবারিক ভাবে দাফন করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা কামরুল আজাদ বলেন এক সপ্তাহ ধরে জ্বর ও ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে গেছে। চলতি সপ্তাহে আউটডোর ইনডোর মিলে ২ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে ।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment