![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
আগস্ট মাসেই সারাদেশের ২৯১ প্রাথমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষকের চাকরি
সরকারি হতে যাচ্ছে। চলতি মাস শেষ হওয়ার আগেই প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয় এসব শিক্ষকের চাকরি সরকারি করার প্রজ্ঞাপন প্রকাশ করবে=
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান চৌধুরী বলেন, ‘যাচাই-বাছাই শেষে
শিক্ষকদের সরকারি হওয়ার তালিকার খসড়া প্রস্তুত হয়ে গেছে। ২৮ তারিখে
মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা হবে এ ব্যাপারে, এরপরই জানা যাবে চূড়ান্ত
সিদ্ধান্ত।=
সচিব আরো জানান, সরকারিকরণের লক্ষ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষকের
বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখান থেকে দেড়
হাজারের মতো শিক্ষককে বাছাই করা হয়েছে।=
সরকারি হওয়া শিক্ষকরা ২০১৪ সালে প্রণীত সরকারি বেতন স্কেলে যুক্ত হবেন।=
এদিকে, প্রাথমিকের পাশাপাশি নতুন ঘোষিত সরকারি কলেজগুলোর দশ হাজারেরও
বেশি শিক্ষকের চাকরিও সরকারি হচ্ছে এ বছর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
সূত্রে জানা গেছে, কয়েকটি ধাপে সরকারি হওয়া ৩০৩টি কলেজের প্রায় ১৮ হাজার
শিক্ষক-কর্মচারীর মধ্য থেকে ১০ হাজারেরও বেশি শিক্ষককে ২০১৯ সাল শেষ হওয়ার
আগেই সরকারি করা হবে।=
একুশে মিডিয়া/এমএসএ=




No comments:
Post a Comment