![]() |
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:>>>
যশোরের কেশবপুরে পল্লী বিদ্যুতের হাই ভেল্টেজ লাইন অরক্ষিত রয়েছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
জানাগেছে, কেশবপুর উপজেলার মধ্য দিয়ে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন রয়েছে। এসকল লাইনের নীচ ও পাশ দিয়ে বেশকিছু গাছ রয়েছে। যে সকল গাছের ডাল-পালা বড় হয়ে ঐসকল হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে ছোঁয়া লেগে আগুন ধরে ঐসকল ডালপালা পুড়ে যায়। তাছাড়া ডালপালা যখন বৈদ্যুতিক তারে ছোঁয়া লাগে তখন ঐ সকল গাছগুলিও বিদ্যুৎ হয়ে যায়।
যশোরের কেশবপুরে পল্লী বিদ্যুতের হাই ভেল্টেজ লাইন অরক্ষিত রয়েছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
জানাগেছে, কেশবপুর উপজেলার মধ্য দিয়ে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন রয়েছে। এসকল লাইনের নীচ ও পাশ দিয়ে বেশকিছু গাছ রয়েছে। যে সকল গাছের ডাল-পালা বড় হয়ে ঐসকল হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে ছোঁয়া লেগে আগুন ধরে ঐসকল ডালপালা পুড়ে যায়। তাছাড়া ডালপালা যখন বৈদ্যুতিক তারে ছোঁয়া লাগে তখন ঐ সকল গাছগুলিও বিদ্যুৎ হয়ে যায়।
ঐ সময় যদি কোন ব্যাক্তি বিদ্যুতায়িত গাছে হাত দেয় তবে তার মৃত্যু হওয়ার আশংকা থাকে।
কেশবপুর পৌর শহরের সাবদিয়া সরকারী কবরস্থানের সন্নিকটে ফাহিম প্লাজার পাশে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইনের নীচে বেশকিছু পামগাছ-সহ অন্যান্য গাছ রয়েছে। কিন্তু কয়েক মাস যাবৎ পল্লী বিদ্যুৎ উক্ত গাছের ডালপালা কাটেনি।
যার ফলে পাম গাছের পাতা ঐ ১১ হাজার ভোল্টেজের লাইনের তারে লেগে আগুন ধরে যাচ্ছে এবং যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। প্রায় ১ মাস পূর্বে কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার আবু আনাস মোঃ নাসেরকে বিষয়টি অবহিত করা হলেও অদ্যবধি কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এব্যাপারে কেশবপুর উপজেলার মধ্য দিয়ে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন সংরক্ষণের জন্য জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment