বাল্য বিবাহ দেবার অপরাধে বর ও মেয়ের বাবাকে জরিমানা করলেন ইউএনও। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 16 August 2019

বাল্য বিবাহ দেবার অপরাধে বর ও মেয়ের বাবাকে জরিমানা করলেন ইউএনও। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহের কালীঞ্জ উপজেলার বারোবাজারে ৯ম শ্রেণীতে পড়ুয়া এক  বাল্য বিবাহ দেবার অপরাধে বরকে ১০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। বৃহষ্পতিবার বিকালে বিয়ে বাড়ি উপস্থিত হয়ে এ জরিমান করেন। এ সময় নির্দেশ দেন মেয়ের বয়স ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত পিতার বাড়িতেই অবস্থান করবে। এসময় উপস্থিত ছিলেন বারোবাজার ইউনিয়নের চেয়ারমান আবুল কালাম আজাদ।
ইউএনও সুবর্ণা রানী সাহা জানান, চলতি মাসের ৪ তারিখে বারোবাজার গ্রামের ফারুক হোসেনের মেয়ে বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসার ৯ম শ্রেণীতে পড়–য়া মেয়ের সাথে একই এলাকার আমির আলীর ছেলে মো: সবুজের সাথে বিবাহ দেওয়া হয় গোপনে। বৃহষ্পতিবার বিকালে কিশোরীকে বরের হাতে তুলে দেওয়া হবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান। এ সময় ছেলে মো: সবুজ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়ের পিতা ফারুক হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো বলেন, মেয়ের বাবা মুচলেকা দেন ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবেন না।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages