জীবন যুদ্ধে নমিনেশন || কবি কাজী মারুফ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 19 September 2019

জীবন যুদ্ধে নমিনেশন || কবি কাজী মারুফ


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-কবি কাজী মারুফ:

জীবন যুদ্ধে নমিনেশন
                 কাজী মারুফ

জীবন যুদ্ধে নমিনেশন
পেলাম না।

পেলাম শুধু ব্যর্থতার গ্লানি।

আর কতো কাঁদলে বলো,
পাবো সেই পরশ মণী।

যার ছোয়ায় হৃদয় হবে ধন্য,
যার ক্ষমতায় আমি হবো মগ্ন।

মন যাবে ভরে, পাই যদি তারে।

মানুষ বলে হায় হায়, এ পরশ মণী কে পায়।

আমি বলি ছন্দ করে,
ভালোবাসলে পাবে তারে।

যদি থাকে ভালোবাসায় কমতি,
হাতছাড়া হবে সেই পরশ মণী।

যদি থাকে মনোবল,
মূল্যায়ন হবেই সর্বকাল।

আছে যতো ব্যর্থতা,
খুঁজে বাহির করবো সত্যতা।

পাই যদি তারে,
হৃদয়ের নমিনেশন দিবো,
আমি তাহারে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages