দোহার-নবাবগঞ্জে পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 6 October 2019

দোহার-নবাবগঞ্জে পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহার-নবাবগঞ্জ দুই উপজেলায় শারদীয় দূর্গোৎসবের মহাষ্টমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার। আজ রবিবার বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলার টিকরপুর পূজাম-প থেকে এ পরিদর্শন শুরু করেণ।
পর্যায়ক্রমে উপজেলার বর্দ্ধন পাড়া ছোট পাল বাড়ি, বড় পাল বাড়ি, বাগমারা, গোবিন্দপুর রথখোলা, গোবিন্দপুর ডাক্তার বাড়ি হরিষকুল শিব বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেণ।
পরে সন্ধ্যায় পুলিশ সুপার দোহার উপজেলার জোড়া মন্দির, খালপাড় জোড়া মন্দির, জয়পাড়া থানা মোড় মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেণ এবং নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিণ (পদোন্নতিপ্রাপ্ত) মো. মাসুম ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক পনিরুজ্জামান তরুন, থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু প্রমুখ। 
এ বছর নবাবগঞ্জ উপজেলায় মোট ১৬৮টি ও দোহার উপজেলায় ৩৭টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages