কুমিল্লার ৮০ হাজার প্লাস্টিকের বোতলে তৈরি বাড়ীটি সামাজিক যোগাযোগে ভাইরাল - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 11 November 2019

কুমিল্লার ৮০ হাজার প্লাস্টিকের বোতলে তৈরি বাড়ীটি সামাজিক যোগাযোগে ভাইরাল


এম এ হাসান, কুমিল্লা:>>>
ইউটিউবে দেখা ভিডিও টি দেখে প্রথমে অনূভুতি জাগলো মনে, এরপরই নিয়ে নিলেন সীদ্ধান্ত সেই দেখা ভিডিওর অনূভুতি বাস্তবে পরিণত করেছেন কুমিল্লার এক ট্রাফিক পুলিশ শরীফুল ইসলাম। হ্যাঁ পরিত্যক্ত প্লাস্টিকের পানির বতল দিয়ে তৈরি হচ্ছে এক দৃষ্টি নন্দিত বাড়ী, বাড়ীটির পরিপূর্ণ কাজ সমাপ্ত এখনো না হলেও প্লাস্টিকের বোতলে তৈরি বাড়ীটি সামাজিক যোগাযোগ সাইটে বেশ ভাইরাল হয়েছে।
এছাড়া এক নজর কাছ থেকে দেখতে প্রতিদিন অসংখ্য উৎসুক জনতার দেখা মিলে এই বাড়ীটির আশেপাশে।
উল্লেখ্য কুমিল্লার হোমনায় প্লাস্টিকের বোতলে জমিয়ে নির্মিত হচ্ছে নান্দনিক এক বাড়ি। বাড়িটি দেখতে প্রতিদিনই কুমিল্লার আশপাশের এলাকার লোকজন আসেন। ছবি তুলেন। এক নজর দেখে বাড়ির মালিক শফিকুল ইসলামের কাছে জানতে চান কিভাবে তিনি এ বাড়ি তৈরি করেছেন।
হাসিমুখেই জিজ্ঞাসাবাদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন ট্রাফিক পুলিশ শফিকুল ইসলাম।বাড়ির নির্মাতা শফিকুল ইসলাম জানান, তার দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এই বাড়িটি। পরিত্যক্ত পানির বোতল সংগ্রহ করে বাড়িটি তৈরি করেছেন তিনি। এখন ছাদ ঢালাইয়ের কাজ বাকি। তবে প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণাধীন বাড়িটি এখন হোমনায় নয় পুরো কুমিল্লা জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।কুমিল্লার হোমনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের লটিয়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ডান পাশে ছোট বড় নানা রংয়ের প্লাস্টিকের বোতল দিয়ে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। সড়কটি দিয়ে যাতায়াতকারী পথচারীরা এক পলক দেখে থেমে যান। বাড়িটির কাছে এগিয়ে গিয়ে ছুঁয়ে দেখেন।
পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে এত মজবুত ও দর্শনীয় ডিজাইনের বাড়ি নির্মাণ করা যায়!কিভাবে এই ধারণাটি আপনার মাথায় এলো জানতে চাইলে বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, ২০১১ সালে একটি জাতীয় পত্রিকায় দেখেন জাপানে প্লাস্টিকের বোতল দিয়ে তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছে। সেই থেকে তার মনে এ বিষয়ে কৌতুহল বাড়তে থাকে। পরে ইউটিউবে দেখে সিদ্ধান্ত নেন তিনিও প্লাস্টিক দিয়ে বাড়ি তৈরি করবেন। এরপরই শুরু করেন পরিত্যক্ত বোতল সংগ্রহের কাজ।
শফিকুল ইসলাম জানান, এ বাড়িটি নির্মাণ করতে প্রায় ৮০ হাজার বোতল লেগেছে। তবে বাড়ির উঠানে মজুদ আছে আরো ২০ হাজার পরিত্যক্ত বোতল।তিনি আরো জানান, ঢাকা ও কুমিল্লার বিভিন্ন পরিত্যক্ত মালামালের দোকান থেকে এই এক লাখ পরিত্যক্ত বোতল কিনেছেন তিনি। এর সঙ্গে রয়েছে নিজের ও পরিবারের সদস্যদের সংগ্রহ করা বোতলও। বোতলগুলোর ভেতরে বালি ভর্তি করে মাটির নীচ থেকে আড়াইফুটের বেশি ভীত তৈরি করে দেয়ালের গাঁথুনি দিয়েছেন। তার সঙ্গে এই কাজে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এক ঝাঁক মিস্ত্রি যোগ দিয়েছেন। তারা জানায়, নতুন পদ্ধতির এই বাড়িটি নির্মাণ সম্পর্কে কৌতুহলী ছিলেন তারা। তাই শফিকুলকে সাহায্য করছেন।
এ বাড়িটির বিশেষত্ব জানতে চাইলে শফিকুল ইসলাম জানান, বাড়িটি ছাদ দেয়ার পরে পূর্ণ সৌন্দর্য্য ফুটে উঠবে। তবে ভূমিকম্প হলেও বাড়িটির তেমন কোন ক্ষতি হবে না। এছাড়াও কখনো অগ্নিকাণ্ড ঘটলেও প্লাস্টিকের ভেতরে বালু থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়বে না। আবার বোতলে বালি থাকায় গরমে ঘরের ভেতর ঠান্ডা থাকবে। আর শীতের সময় ঘর উষ্ণ থাকবে।
ইট দিয়ে বানানো বাড়ি থেকে প্লাস্টিকের বাড়ির খরচের ব্যবধান কত এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ইট সিমেন্ট দিয়ে তৈরি পাকা বাড়ির খরচের চেয়ে নূন্যতম ৩০ ভাগ কম খরচে এ বাড়ি তৈরি করা সম্ভব।প্লাস্টিকের বাড়িটির স্থায়ীত্ব কেমন হবে এ বিষয়ে হোমনা উপজেলার প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, বাড়িটির কথা শুনেছি। তবে বাড়িটি না দেখে  স্থায়ীত্বের বিষয়টি বলতে পারছি না।কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর  
নির্বাহী প্রকৌশলী আলী ইমাম বলেন, এটি একটি নতুন পদ্ধতির বাড়ি। এটি না দেখে কিছুই বলতে পারব না। আমরাও দেখতে চাই পরিপূর্ণ চাদ ঢালাইয়ের কাজ শেষে বাড়ীটির অপরুপ নান্দনিক চিত্র,পাঠকদের জন্য থাকবে বাড়ীটির গুনগত টেকসই এর পরিপূর্ণ সংবাদ।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages