![]() |
মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার):>>>
কুতুবদিয়ায় হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠন কর্তৃক হজরত শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রাহঃ) এর স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন- আলহাজ্ব শাহজাদা মাওলানা মুনিরুল মান্নান আল-মাদানী। তিনি পাঠাগারটি ১১ ডিসেম্বর সকল ১০টায় উদ্বোধন শেষে দেশবাসী সকলের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করেন। এসময় হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ আখতারুল হক, সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, শাহ মালেকিয়া শামছুন নুর হেফজখানার শিক্ষক দিদারুল ইসলাম, কুতুব শরীফ দরবারের মৌং কলিম উল্লাহ, সংগঠনের ওমর ফারুক, জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
![]() |
Add caption |
উদ্বোধন শেষে কুতুব শরীফ দরবার পরিচালকের সুযোগ্য সন্তান, সংগঠনের সভাপতি শেখ আখতারুল হক জানান- পাঠাগারটি সর্বস্থরের জনগনের জন্য উন্মোক্ত থাকবে। পাঠাগারে ইসলামিক বইসহ বিভিন্ন রকমের বই, স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকা রাখা হবে। পাঠাগারে বসে বই পড়ার সু-ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কেউ বই পাড়ার জন্য বাড়িতে নিতে চাইলে নিতে পারবেন বলেও জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment