আম , কাঁঠালের পাতা ঝরে , নতুন পাতা চাহিবার তরে,তেমনি প্রতিটি মানুষের জীবন সুখের হোক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 December 2019

আম , কাঁঠালের পাতা ঝরে , নতুন পাতা চাহিবার তরে,তেমনি প্রতিটি মানুষের জীবন সুখের হোক


রেখা  মনি, রংপুর:>>>
ক্যালেন্ডারের পাতা উল্টে গড়িয়ে যায় একেকটি দিন, মাস, বছর; অসীমের অজানা স্রোতে মিশে যায় মানব জীবনের সমস্ত সুখ-দুঃখের বর্ণিল বেদনা ও বিপত্তির মুহূর্তগুলো! তবুও আগামীর স্বপ্ন ছুঁয়ে থাকাইটাই প্রতিটি মানুষের তৃষিত মনের ব্যাকুল ক্ষুধা! কখনো কখনো মনে হয় অগণিত অপূর্ণ স্বপ্ন বয়ে ক্লান্ত জীবন; তথাপিও প্রকৃত অর্থে স্বপ্নই জীবন; স্বপ্নহীন জীবন মানে অলস তন্দ্রার ঘোর, নিরুত্তাপ চেতনার স্তব্ধ এক ব্ল্যাকবোর্ড! আর তাই হয়তো স্বপ্নবান হৃদয় সব সময় সীমাহীন সীমাবদ্ধতা অতিক্রম করেও জীবনের মুখে, সুখের সোনালী মুখোশ পরানোর স্বপ্ন দেখে! দিন মাস বছর পেরিয়ে বিগত স্বপ্নের সাথে ক্রমাগত সময়ের হাত ধরে যোগ হয় নতুন স্বপ্ন।
এই মুহূর্তে দু’হাজার উনিশের বিদায় লগ্নে সেই মহাবিশ্ব প্রতিপালকের কাছে এই আর্জি রইলো,
পৃথিবীর মানুষ  হোক সার্বিক মঙ্গলময়।
নতুন বছরের প্রতিটি মুহূর্ত হোক সর্বাত্মক সুখ ও স্বপ্নময় সমৃদ্ধির; শান্তিময় নিরাপদ হোক পৃথিবীর প্রতিটি মানুষের জীবন।

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages